আগস্ট ২১, ২০২১
কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটি ত্রৈমাসিক সভা শানিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা ‘উত্তরণ’র কালিগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই’ প্রতিপাদ্য নিয়ে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা ভূমি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি ইলা দেবী মল্লিক, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সদস্য গাজী জাহাঙ্গীর কবির, এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শান্তি গোপাল চক্রবর্তী, শিক্ষিকা কনিকা রানী সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শাওন আহম্মেদ, শিক্ষক দিলীপ কুমার প্রমুখ। উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর কবির ও উত্তরণের কোষাধ্যক্ষ দেবব্রত কুমার ঘোষের সার্বিক ব্যবস্থপনায় সভার শুরুতে উপজেলা ভূমি কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর মৃত্যুতে সর্বসম্মতিতে শাক প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তারা খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, উপযুক্ত ভূমিহীনদের তালিকা প্রস্তু, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 8,640,920 total views, 5,919 views today |
|
|
|