অক্টোবর ২৮, ২০২৪
দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন কুার ঘোষ, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, রাজু আহম্মেদ, আব্দুস সালাম প্রমুখ। এসময় প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। এছাড়া সাম্প্রতিক প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপিকে হত্যার উদ্দেশ্যে হামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাথে সাথে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন নব কমিটির নের্তৃবৃন্দ। 8,402,113 total views, 532 views today |
|
|
|