অক্টোবর ১১, ২০২৪
দেবহাটায় জামায়াতের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, যুব সমাজকে বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রতিযোগীর মধ্য অর্ন্তভূক্ত করতে হবে। কারণ এই বয়সে নানা খারাপ সঙ্গে জড়িয়ে সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। সেজন্য এই বয়সকে কাজে লাগাতে হবে। যুবরা অনেক কিছু করতে পারে সেটি বিগত ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। তাই আমাদের যুবদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতি গঠনে কাজে লাগাতে হবে। শুক্রবার দেবহাটার পারুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে এসব কথা বলেন জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। পারুলিয়া গরুহাট ফুটবল মাঠে এ খেলায় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম মিলন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, যুব ইউনিয়ন টিমের আয়ুব হুসাইন, রায়হান মাহমুদ, ইয়াকুুব আলী, নাজমুল হাসান রাজা প্রমুখ। 8,402,103 total views, 522 views today |
|
|
|