অক্টোবর ২৮, ২০২৪
প্রেমঘটিত কারণে কুলিয়ায় এক কিশোরীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা সাতক্ষীরা মেডিকেলে আইসিইডতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় প্রেম ঘটিত জেরে এক কিশোরী বিষ পান করে আত্মহত্যার চেষ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইডতে ৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিশোরীর বয়স ১৬ বছর। সে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। ওই ছাত্রীর মা জানায়, গত ৬ মাস যাবৎ তার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের শান্ত তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। পথিমধ্যে কথা বলার সুবাদে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের শাহাজানের ছেলে শান্তর (১৮) সাথে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানা জানির এক পর্যায়ে ছেলে পক্ষ রাজি না হওয়ার কারণে, ছেলে পক্ষ লোক মারফত বলেন, আমার ছেলের সাথে যেন মেয়ে কোন যোগাযোগ না করে। অপর দিকে মেয়ের পক্ষ লোক মারফত বলেন, আমার মেয়ের সাথে যেন ছেলে কোন প্রকার যোগাযোগ না রাখে। ইতিমধ্যে কয়েক দিন আগে মেয়েটি স্কুলে যাওয়ার পথে শান্ত দেখা করে। এ ঘটনাকে কেন্দ্র করে শান্তোর মা হাফিজা খাতুন পার্শ্ববতী মেয়ের বাড়িতে গিয়ে, মেয়ে ও মেয়ের মাকে বলে, তোমার মেয়ে আমার ছেলের সাথে দেখা করল কেন, আমার ছেলের কিছু হলে তোদের গুষ্টি সুদ্ধ জেল খাটাবো, তোদের পরিবারের সাথে আমাদের কি চলে? এবং মেয়ের উদ্দেশ্যে আরও বলেন, মানা করা সত্ত্বেও আমার ছেলের সাথে দেখা করিস কেন, তার চেয়ে বিষ খেয়ে মরতে পারিস নে, একথা গুলো বলার পরে ছেলের মা হাফিজা খাতুন তার বাড়িতে রওনা দেওয়ার পরপরই মেয়ে ঘরে গিয়ে বাড়িতে রাখা ঘাস মারা বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। তিনি আরো বলেন, আমি ঘরের মধ্যে গিয়ে বুঝতে পারি আমার মেয়ে বিষ পান করেছে। তাৎক্ষণিক শুক্রবার সকাল ১১ টার সময় কুলিয়ায় গ্রাম ডাঃ আব্দুস সবুরের চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ২ দিন পর, গত রবিবার সকাল ১১ টার সময় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হসপিটাল নিয়ে ভর্তি করে পরীক্ষা করে অবস্হা খারাপ দেখে বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করি। সে বর্তমানে আইসিইডতে ৮ নং বেডে চিকিৎসাধীনে আছে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার। 8,667,532 total views, 2,856 views today |
|
|
|