অক্টোবর ১২, ২০২৪
দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠত উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আকছেদুর রহমান, ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালের গাইনি স্পেশালিষ্ট ডাঃ ফারাহ দিবা, গ্রীন লাইফ মেডিকেল কলেজের ফিজিওলজির এসোসিয়েট প্রফেসর ডাঃ ফারাহ নাজ ও নলতা শেরে বাংলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেবি প্রসাদ দাশ নয়ন। মেডিকেল কাম্পে সার্বিক সহযোগীতা করেন মেডিকেল সহযোগী মাছুম বিল্লাহ, তন্ময় ইসলাম, ফাতেমা ওয়ারেজ মিম। ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ ও স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদের তত্ত¡াবধানে সরকারী কেবিএ কলেজের রোভার স্কাউটসদের সহযোগীতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক সভাপতি এসএম মেহেদি হাসান, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নৌ বাহিনীর কমোডর জাকিরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এসোসিয়েট প্রফেসর হায়াতুন নবী, ফিরোজা মজিদ ট্রাস্টের পরিচালক নাদিরা বিলকিস ও সিকুয়া শারমিজ মিতু, ইকবাল মাসুদের সহধর্মিণী শিরিন সুলতানা, সখিপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক রোভার নেতা আবু তালেব, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ। মেডিকেল ক্যাম্পে ৫ শতের অধিক রোগীকে বিনাম‚ল্যে চিকিৎসা, বিভিন্ন টেস্ট ও ঔষধ বিতরন করা হয়। 8,667,698 total views, 3,022 views today |
|
|
|