দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২০২৩/২৪ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাত আবাদ ও উৎপাদন এবং নারিকেল চারা ব্যবহারের মাধ্যমে কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদণা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইয়াছিন আলী।
এসময় ৭ শত কৃষককে আমন প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান কারা হয়।