জানুয়ারি ১৩, ২০২৩
দেবহাটায় ধর্ষণ মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪র্থ শ্রেনীর প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় মামলা দায়েরের ঘটনায় ২ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামান (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দক্ষিন কুলিয়ার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, শিক্ষক শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। এঘটনায় শুক্রবার ভিক্টিমের পিতা দক্ষিন কুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। অপরদিকে মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া শিক্ষককের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার ছাত্র বলাৎকারের অভিযোগ প্রমাণিত হলেও বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে স্বপদে বহাল ছিলেন শামসুজ্জামান। সাম্প্রতিক ফের সেই ঘটনা পুনরায় ঘটিয়ে স্বপদে বহাল রাখতে দৌঁড়ঝাপ শুরু করেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না তার। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মামলা হওয়ার ২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেবহাটায় অপরাধ করে কেউ পারপাবে না। গ্রেফতার হওয়া শিক্ষককের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। 8,412,787 total views, 940 views today |
|
|
|