কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: করোনাকালে কুলিয়ায় দরিদ্র এক কৃষকের পাকা ধান কেটে দিল ইউনিয়ন ছাত্রলীগ। বিনামূল্যে ১বিঘা ধান কাটতে পারায় খুশি ওই কৃষক। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুপ্রেরণায় ও উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রলীগ নেতারা। সোমবার (৩ মে) সকালে দেবহাটা উপজেলার কুলিয়ায় এমন মহৎ কাজ করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নিশান গাইন, জয় আক্ষেদ, সালাম, আমির খান এজাজ, বাপ্পি, আশিক ইকবাল ও আলফাজ হোসেন সুরুজ প্রমুখ। করোনা মহামারিতে অসহায় কৃষকদের পাশে দাড়িয়ে নিজেদেরকে ধন্য মনে করছেন এসব ছাত্রলীগের কর্মীরা।