মার্চ ২৮, ২০২১
দেবহাটায় রূপকল্প ২০৪১ বিষয়ক সেমিনার
দেবহাটা প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণের উদযাপন উপলক্ষে দেবহাটাতে রূপকল্প ২০৪১ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, আওয়ামী লীগ নেতা ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়ার প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অধিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, তথ্য অফিসার মৌসুমি রহমান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডলসহ বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। 8,412,754 total views, 907 views today |
|
|
|