নভেম্বর ২০, ২০১৮
কুলিয়ায় মাদক জঙ্গী সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নে মাদক, জঙ্গী, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেছেন, সমাজ থেকে মাদক, জঙ্গী-সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে। আর এর জন্য দরকার যৌথ প্রচেষ্টা। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে সমাজের শান্তি বজায় রাখছে। তাই বলে জনগণ বসে থাকবে তা নয়, তাদেরকেও এগিয়ে আসতে হবে এসব অপরাধের মোকাবেলা করতে। তিনি আরো বলেন, আপনারা জানানে পুলিশের সেবা আরো সহজে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ৯৯৯ চালু হয়েছে। যেখানে কল করে অতি সহজে আপনি যে কোন তথ্য পুলিশকে দিতে পারবেন। এমনকি আপনার তথ্য থাকবে গোপন। 8,412,693 total views, 846 views today |
|
|
|