সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শুরু হয়েছে। রোববার (১২ আগস্ট) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রসুল, ইউপি সদস্য আকবর আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মণ্ডল, নির্মল কুমার, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুল ইসলাম, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী ঘোষসহ সকল গ্রাম পুলিশ ও ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ।
ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার গরীব-দুঃখীর সরকার। তাই দেশের গরীব ও অসহায়দের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের মাঝে ভিজিএফ এর চাউল দেওয়ার ব্যবস্থা করেছেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সখিপুর ইউনিয়নের তিন হাজার এক’শ ষাট জন অসহায় ও দুস্থের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।