ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ইমামদের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম। রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল ইসলাম, ইউপি সদস্য শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম, শ্যামলী রানী, ভরত চন্দ্র সরকার, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ সাদিকুল ইসলাম ও হাফেজ রবিউল ইসলাম।
সভায় চেয়ারম্যান ইমাদুল ইসলাম পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই ও বর্জ্য মাটিতে পুতে ফেলার আহবান জানান এবং এ কাজে ইমামদের সহযোগিতা কামনা করেন।
পরে কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে ৪৫ জন ইমামকে ঈদ উপলক্ষ্যে সম্মানি প্রদান করেন। সভা পরিচালনা করেন ইউপি সচিব খালিদ হাসান খান।