সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।
রোববার (১৯ আগস্ট) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস’র) আয়োজনে ভাতার টাকা বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, সাস’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. শামীম হোসাইন, প্রবীণ জনগোষ্ঠীর মান উন্নয়ন কর্মসূচির সংগঠক মাহবুবুর রহমান, শিক্ষিকা শাহানারা খাতুন, সাবিনা খাতুন, মাছুমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক সেফালী খাতুনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।
এসময় ইউনিয়নের এক’শ জন প্রবীণের মাঝে ছয়’শ টাকা করে ভাতা প্রদান করা হয়।