কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটার খান বাহাদুর আহছানউল্লা কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক মোল্ল্যা সাব্বির হোসেন, গোলাম জাকারিয়া, পবিত্র মোহন দাস, কামিদুল হোসেন, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মইনুদ্দিন খান, আকবর আলী, মনিরুল ইসলাম, এসএম মিজানুর রহমান, রঞ্জন কুমার, দৌলতুন নেছা পারুল, শাহনুর রহমান, মনিরুজ্জামান, ফেরদৌসি পপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব।
এসময় কৃতজ্ঞতা প্রকাশ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদের প্র্রতি শ্রদ্ধা জানানো হয়।