দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বিকাল ৫টায় উপজেলার কুলিয়া মৎস্য সেটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জাতীয় পার্টির নেতা ইমদাদুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সাধারণ সম্পাদক ও দেবহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি আনছার আলী, দপ্তর সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুব-সংহতির সভাপতি মোসফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র সমাজের সভাপতি ডা. আহছান হাবিব প্রমুখ।
সম্মেলনে আজিজুল ইসলামকে সভাপতি ও ডা. শোকর আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।