দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারি পরিচালক ইসকান্দর আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সপেক্টর লোকমান কবির, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তারানী ম-ল, বন্ধু ফাউন্ডেশনের ডিজিএম মোসলেম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪৬৫টি শিক্ষা বন্ধু বাতি ও উপজেলার প্রতিটি দপ্তরে একটি করে ডাস্টবিন প্রদান করা হয়।