দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা বন বিভাগের উদ্যোগে নারিকেলের চারা রোপণ করে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বন কর্মকর্তা আবুল হাসেম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই আব্দুস সামাদ, স্থানীয় সমাজসেবক হাবিবুর রহমান সরদার প্রমুখ।
এসময় বনায়নের অংশ হিসেবে পারুলিয়া বাজার হতে ভাতশালা স্লুইস গেট পর্যন্ত এক হাজার দুই’শ নারিকেলের চারা রোপণ করা হয়।