দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তিন সরকারি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত কর্মকর্তারা হলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আব্দুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এছমোত আরা বেগম ও সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিমউদ্দীন, প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম, বিআরডিবি অফিসার ইসরাইল ইসলাম, ইনস্ট্রাক্টর লোকমান কবির, সামাজিক বন কর্মকর্তা আবুল হাসেম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তারানী ম-ল, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম প্রমুখ ।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ীদের সম্মাননা প্রদান করা হয়।