দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্য দ্রুত আদান প্রদানের লক্ষ্যে অফিস সহকারীদের তিন দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জাইকার সমন্বয়কারী আব্দুল সালাম প্রমুখ। এতে ৩৫জন অফিস সহকারি অংশ নিচ্ছেন।