মে ৩, ২০২৩
দেবহাটায় কৃষকের ধান কাটলেন গ্রাম উন্নয়ন কমিটি
দেবহাটা প্রতিনিধি : এবার দেবহাটায় কৃষকের ধান কেটে দিলেন হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা। বুধবার বে-সরকারি সংস্থা সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গঠিত হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা কৃষক সহায়তায় ধান কেটে দেন। উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ গাজী আসমান। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের কমিউনিটি ডেভালপমেন্ট অফিসার মোমেনা খাতুন। হাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ হা ফি জুল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন কমিটির সাধারণ সম্পাদক রেশমা পারভিন, সদস্য ফারুক হোসেন, মনিরুজ্জামান, ওমর আলী, হাসান আলী, শেখ আবুল হোসেন, রাবেয়া খাতুন, রেক্সোনা পারভীন, মিনারা খাতুন, খাদিজা খাতুন, সাজেদা পারভীন, শারমিন নাহার, সমারেশ সরকার, শারমিন সুলতানা, ঝরনা খাতুন, আজমুল হোসেন, কাশেম আলী, শেফালি সরকার, বাসন্তী রায়, পলাশ তরফদার, সেলিনা খাতুনসহ আরো অনেকে। এসময় নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৃষক শেখ আয়ূব হোসেনের ২বিঘা জমির ধান কেটে দেওয়া হয়। উল্লেখ্য যে, বোরো মৌসুমে কৃষক সংকট সহ নানা সমস্যা দেখা দেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষক সহায়তায় ধান কাটা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক গরিব সদস্যের ধান কেটে এই কর্মসূচি পালন করেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা। 8,645,408 total views, 1,760 views today |
|
|
|