নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সাংগঠনিক অফিসের আয়োজনে সহকারি জোনাল ইনচার্জ আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা শাখার ডি.ভি.পি. এরিয়া ইনচার্জ লিয়াকত আলী। আশাশুনি অফিসের এজিএম আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এডিপি ও জোন প্রধান আ.দ.ম মাহবুবুর রহমান, ইউপি সদস্য শাহিনুর রহমান ও মারুফা খাতুন।
শাখা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র মÐলের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জোনাল অফিসের ইনচার্জ আবু জাহেদ, কলারোয়া অফিসের এমদাদুল হক, আশাশুনি অফিসের বিশ্বজিৎ সরকার, প্রভাস চন্দ্র মÐল, অধিকারিনী মÐল প্রমুখ।
8,604,457 total views, 12,336 views today