মার্চ ৬, ২০২২
মানববন্ধনে নগরঘাটায় পিতার হত্যাকারী খুনি মা ও তার প্রেমিকসহ হত্যায় জড়িতদের ফাঁসি চাইল দুই সন্তান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বসরোধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। রবিবার (০৬ মার্চ) সকাল ১০টায় পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়ল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, মো. আলতাফ হোসেন, ওমর আলী, নিহত গোলামের বড় ছেলে নাজিম হোসেন সাগর, ছোট ছেলে সাব্বির হোসেন, মাসুমবিল্লাহ বাচ্চু, মো. এরশাদ হোসেন মোড়ল, ইসমাইল হোসেন, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ। গত ০১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পরোকীয়া প্রেমের জেরে নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও এলাকাবাসীসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়। এসময় বিক্ষোভকারীদের মানববন্ধন লোকে লোকারণ্য হয়ে মানববন্ধন জনসমূদ্রে পরিনত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “এক দফা এক দাবী হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের একমাত্র শাস্তি ফাঁসি। এঘটনায় জড়িত খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেনা বলে মানববন্ধনে হুশিয়ারী দেয়। ভাগ্যের নির্মম পরিহাস পিতৃ হত্যার দায়ে মায়ের ফাঁসির দাবিতে দুই সন্তান সাতক্ষীরা নগরঘাটা ৩০ মাইল সংলগ্ন মহাসড়কে ব্যানার হাতে নিয়ে তাদের বক্তব্যে পরোকীয়ার জেরে পিতার হত্যাকারী খুনী মা ও তার প্রেমিকসহ হত্যায় জড়িতদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি জানিয়েছেন এবং জেলা পুলিশ সুপারের নিকট পলাতক ও অভিযুক্ত আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে বক্তারা। উল্লেখ্য, এঘটনায় অভিযুক্ত নিহতের স্ত্রী রেহেনা খাতুন (৩৫) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি নামে ২জনকে আটক করেছে পুলিশ। 8,563,520 total views, 2,225 views today |
|
|
|