ফেব্রুয়ারি ২০, ২০২২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতির মুক্তির দাবীতে মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উঁজ্জল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, নির্বাহী সদস্য সংবাদিক সেলিম রেজা মুকুল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, এসএম মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, ইন্দ্রজিত সাধু প্রমুখ। বক্তারা এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হককে থানায় ডেকে এনে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ তার দ্রæত মুক্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করে বক্তারা বলেন, সাংবাদিকদের কর্মরত অবস্থায় সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বিভিন্ন সময়ে তাদের হেনস্তা এবং মানষিক নিপীড়ন করেছেন। বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের ভূমিকা অনিশিকার্য। শুধুমাত্র কতিপয় কর্মকর্তা বা সদস্যের কর্মকাÐে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। স¤প্রতি তিনি বদলী হওয়ায় পাটকেলঘাটা এলাকার স্থানীয় লোকজন মিষ্টি বিতরন করেন। এই মিষ্টি বিতরণের ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে সংবাদিক জহুরুলকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারের ইন্ধনে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি সাতক্ষীরার সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তালা, পাটকেলঘাটার সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি। 8,563,514 total views, 2,219 views today |
|
|
|