ডিসেম্বর ১১, ২০২১
বড়দলে মেম্বার প্রার্থী শরিফের নির্বাচনি সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরিফের পক্ষে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে প্রার্থীর বাস ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড (ফকরাবাদ, বুড়িয়া ও (চক বুড়িয়া) মোহাম্মদ নগর গ্রামের) নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অংশ গ্রহণে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। প্রার্থী শরফ তার বক্তব্যে বলেন, আমি জন প্রতিনিধি না হয়েও ওয়ার্ডের ও ওয়ার্ড বাসীর জন্য দিবারত কাজ করে এসেছি। ওয়ার্ডের সকল জামে মসজিদ, ঈদগাহে ১০০০ থেকে ২০০০ করে ইট দিয়েছি। বুড়িয়া শ্মশান ঘাট পুকুর পুনঃ খনন, ঘাট ঢালাইকরণ, আড়ং মেলার সার্বজনীন ঘরে ফ্রেম ও সাইনি কাজ করেদিয়েছি। বুড়িয়া মনশা মন্দির নির্মাণে সকল ইট ও আরও ২টি মনশা মন্দিরে ইট দিয়েছি। ওয়ার্ডের সকল সার্বজনীন দুর্গা মন্দিরে আড়াই থেকে ৩০০০ করে ইট, শ্রী শ্রী মদনগোপাল আশ্রমে ও ফিরিত রথ অবস্থান স্থানে (কৃষ্টঠাকুর) ঘর সংস্কার কাজে ইট দিয়ে নির্মাণ কাজে শরীক হয়েছি। গ্রামের অনেক রাস্তা সংস্কার করেছি। ২০১৮ থেকে অদ্যাবধি ওয়ার্ডের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ১ম পুরস্কার ও নগদ অর্থ দিয়েছি। ৬টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তিগত অর্থে রোড লাইট স্থাপন করেছি। এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে সরকারি বিভিন্ন অনুদান, সোলার, পানির ট্যাংকি এলাকায় এনে দিয়েছি। অনেক জন প্রতিনিধির দুর্নীতির কথা আপনারা জানেন। আমি দুর্নীতির সাথে ছিলাম না, থাকবোনা। নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে দুর্নীতি মুক্ত ইউনিয়নে পরিণত করার চেষ্টা করব। আমাদের ওয়ার্ডে প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা, কলেজ, গার্লস স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, আশ্রম, ইস্কন মন্দির, ইউনিয়ন পরিষদ, গ্রামীণ ব্যাংক, বিদ্যুৎ সাব স্টেশন আছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। 8,638,709 total views, 3,708 views today |
|
|
|