অক্টোবর ২১, ২০২১
পাটকেলঘাটার শাকদাহে যাত্রীবাহী বাস খাদে নিহত ১
নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার শাকদাহে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সুপার ভাইজার নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরা জ-১১-০১১৬ পাটকেলঘাটার শাকদাহ বটতলা মোড় নামক স্থানে আসলে বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে বাসটি নামিয়ে দেয়। এসময় আহত হয়েছে আরো অন্তত ১৫-২০ জন যাত্রী। যাত্রীবাহী বাসের সুপার ভাইজার পুরাতন সাতক্ষীরার ছালাম সরদারের পুত্র জাহিদুল সরদার (৩৮) ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় পুরুষ, মহিলা ও শিশু সহ ১০-১৫ জন। আহতরা হলেন, সাতক্ষীরা তালা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রষাষক রনজিত কুমার জোয়াদ্দার, তালার নোয়াকাটি গ্রামের আব্বাস সরদারের কন্যা মুন্নি খাতুন (২২), শ্যামনগর ধুমঘাট এলাকার আব্দুল বারী পাড়ের পুত্র ফরহাদ (২৪), সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মৃত মতলেব সরদারের পুত্র সাজ্জাত (৫৫), খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের সিরাজ সরদারের পুত্র আলামীন (২৪)। আহতদের পাটকেলঘাটা পপুলার ক্লিনিক সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 8,567,561 total views, 6,266 views today |
|
|
|