আগস্ট ২৪, ২০২১
দেবহাটায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে থানা পুলিশের সাথে মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে থানা পুলিশের সাথে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ওয়ার্ল্ড ভিশন এবং সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে সুশীলনের কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হানিফ। এসময় উপস্থিত ছিলেন আাসিফ মাহমুদ, এসআই হাফিজ, এসআই নুর মোহাম্মাদ, এসআই আশিক রায়হান, পিএসআই মিঠুন, এএসআই রাশেদুল, সোহেল, আকিদুল, সুজিত বিশ্বাস, মোজাম্মেল সহ থানার সকল কর্মকর্তাবৃন্দ। 8,883,089 total views, 2,490 views today |
|
|
|