আগস্ট ১৭, ২০২১
সংবাদের প্রকাশের পরও রাতের আধারে চলছে সরকারি জমি দখল: প্রশাসন নীরব!
নিজস্ব প্রতিনিধি: সংবাদ প্রকাশের পরও রাতের আধারে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের প্রভাবশালী সেই এম রহমান বন্ত্র বিতানের মালিক সরকারি জমি দখলের কাজ চালিয়ে যাচ্ছেন। যেটা নিয়ে সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১১ ও ১২ আগস্ট দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সরকারি জমি দখল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা পরিষদের পাশেই এই জমি দখল হলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেননি প্রশাসন। সেই সুযোগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বড় ছেলে এম রহমান বন্ত্র বিতানের মালিক মাহমুদ উল্লাহ ও তার সহোদর মাহবুব উল্লাহ রাতের আধারে সরকারি জমি দখলের খেলায় মেতে উঠেছে। যিনি বাংলাদেশ ও ভারতের নাগরিক। এই শ্রীবাসের সহযোগিতায় এম রহমানের মালিক ভারত থেকে অবৈধভাবে কাপড় পাচার করে নিয়ে এসে বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে। ওই দোকানের দু’তলা ও বিভিন্ন গোডাউনে ভারতীয় কাপড় থাকায় কাওকে প্রবেশ করতে দেওয়া হয় না বলে দাবি স্থানীয়দের। তবে সংবাদ প্রকাশের পর তারা ভারতীয় কাপড় গুলো সরিয়ে ফেলতে পারে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা তন্ময় হালদার বলেন, আমি প্রথম আপনার মাধ্যমে জায়গা দখলের বিষয়টি জানতে পারলাম। নাজিমগঞ্জ বাজারে অধিকাংশ দোকানপাট পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ হয়েছে। নতুন করে জায়গা দখল করার কোন সুযোগ নেই। কোন ব্যক্তি যদি দখল করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,641,664 total views, 6,663 views today |
|
|
|