আগস্ট ৭, ২০২১
কালিগঞ্জে শারীরিক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মরিয়ম খাতুন (২০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামের রাজগুল তরফদারের মেয়ে। এঘটনায় ওই প্রতিবন্ধী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগে বালিয়াডাঙা গ্রামের মৃত লেটু গাজীর ছেলে আবুল গাজী (৪৫), শাহাপুর গ্রামের মৃত করিম মোল্ল্যার ছেলে নূর মোল্ল্যা (৬০) ও তার ছেলে খোকন মোল্ল্যা (৪০) গায়ের জোরে মরিয়ম খাতুনের জমি দখল করে নিয়েছে। গত ৫ বছর পূর্বে মরিয়ম খাতুনের ঘরবাড়ি নদীতে ভেঙে গেলে তিনি ঢালী পাড়ার কেশব চন্দ্র ঘোষ, প্রভাষ ঘোষ ও দেবী রঞ্জনের নিকট থেকে জমি কিনে ওই জমিতে বসবাস করে আসছিলো। ওই জমির পাশে আবুল গাজী ও নূর মোল্ল্যা জমি কিনে তারা গায়ের জোরে প্রতিবন্ধী মরিয়ম খাতুনের জমির পথ ও জমি দখল করে নেয়। এরপর ওই প্রতিবন্ধীর বসতবাড়ির পেছনে পুকুর কেটে বালি তুলতে থাকে। ওই সময়ে মরিয়ম খাতুন প্রতিবাদ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অসহায় মরিয়ম খাতুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট অভিযোগ দিলে তারা তাদেরকেও অমন্যা করে বালি উত্তোলন করতে থাকে। সর্বশেষ গত ১৬ জুন বিকেলে আবুল গাজী ও নূর মোল্ল্যা গং প্রতিবন্ধী মরিয়ম খাতুনের সব সম্পত্তি দখল করতে আসলে মরিয়ম প্রতিবাদ করলে তারা তাকে মারতে উদ্যত হয়। এব্যাপারে অভিযুক্ত নূর আলী মোল্ল্যার কাছে ফোন দিলে তার জামাতা আফজাল হোসেন রিসিভ করেন। ওই সময়ে তিনি বলেন, জায়গা জমি সব ঠিক আছে। শুধুমাত্র আমার শ্বশুরের জমির উপর দিয়ে পথ দাবি করছে মরিয়মের বাবা। যেটা দিয়ে সামান্য সমস্যা। থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
8,642,552 total views, 7,551 views today |
|
|
|