নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে গ্রাম বাংলার সকল স্তরের জনগণের সু চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় পর্যায়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে উদ্বোধন করা হয়েছে ‘হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব’। শুক্রবার বেলা ১০ টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের জিরণগাছা বাজার মোড়ে ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার, ল্যাব টেকনিশিয়ান মাসুম বিল্যাহ প্রমুখ। এদিকে, হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব উদ্বোধন উপললক্ষে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ইস্কান্দার কবির লিটন। একই সময়ে এলাকার প্রচুর সংখ্যক মানুষের ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।