মে ২৫, ২০২১
গ্রেপ্তারের পর ভুক্তভোগীদের মাঝে স্বস্তি চাকরি সহ নানান প্রলোভনে প্রতারক মুজাহিদ হাতিয়ে নিয়েছে কোটি টাকা
বি. এম. জুলফিকার রায়হান, তালা: মো. মুজাহিদুল ইসলাম সরদার, বয়স মাত্র ২৫ বছর, পিতার আশরাফ আলী মোড়ল। বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার নর্নিয়া গ্রামে। এই বয়সের একটি ছেলে কখনও নিজেকে এনএসআই’র অফিসার, কখনও পুলিশের ইন্টেলিজেন্সি ব্রাঞ্চের বিভাগীয় অফিসার, কখনও দুদক কর্মকর্তা, কখনও প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের ভাগ্নে আবার কখনও বিদেশি ডোনারদের প্রতিনিধি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল। খাকি পোশাক পরে, প্রাইভেট কারে সরকারি লোগো লাগিয়ে এবং সংশ্লিষ্ট পরিচয় পত্র প্রদর্শন করে সে সহজ সরল মানুষদের নানান প্রলোভন দেখিয়ে পাতানো ফাঁদে ফেলা তার পেশা। প্রতারণা করে নিরীহ মানুষদের কাছ থেকে এপর্যন্ত সে কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে। এসব টাকা সে দেশী-বিদেশি প্রতারক চক্রের সদস্যদের সাথে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। দরিদ্র পরিবারের ছেলে মুজাহিদ প্রতারণার টাকা দিয়ে গড়ে তুলেছে ২তলার আলি শান বাড়ি। অভিযোগ উঠেছে, মুজাহিদের এই প্রতারণার ব্যবসার সাথে তার পিতা আশরাফ আলী সার্বিক সহযোগীতা রয়েছে। 8,415,390 total views, 3,543 views today |
|
|
|