মে ২৪, ২০২১
শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্ততি সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১০ টায় ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে উপজলার সকল দপ্তরের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। এসময় উপজেলার ১০৩ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করতে এবং ঘূর্ণিঝড় চলকালীন বিভিন্ন তদারকি বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়ি বাধে ক্ষতিগ্রস্ত স্থান ৫০ টি পয়েন্ট এবং মোট দৈর্ঘ্যরে পরিমান ২০ কিঃমি বলে জানান। প্রস্তুতি সভায় সবচেয়ে ঝুকিপূর্ণ ইউনিয়ন গাবুরা থেকে ১৫ থেকে ২০ হাজার মানুষকে গাবুরা থেকে সরিয়ে আনা হবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা,জেলা পরিষদের সদস্য ও সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান মুকুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সিপিপি,সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের মানুষেরা। 8,642,648 total views, 7,647 views today |
|
|
|