জুন ৩, ২০২০
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আম্পানে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত ও ত্রাণ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সুন্দরবনের কয়রা এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত ও অসহায় দুস্থদের ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ জুন) দিনব্যাপী সুন্দরবন ও তৎ-সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নি¤œ আয়ের মানুষের সাহায্যার্থে কাজ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন। এদিন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা থানার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী এবং মহারাজপুর ইউনিয়নের ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীসহ সুপেয় পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নলিয়ান ও কয়রা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ১শ’ ২ বান ঢেউটিন বিতরণ করা হয়। উল্লেখ্য যে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলে পরিবারের মাঝে কাঠের নৌকা ও মাছ ধরার জাল বিতরণের জন্য নৌকা ও জাল তৈরির কাজ চলমান রয়েছে যা অতি শীঘ্রই বিতরণ করা হবে। দেশে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সুন্দরবন ও তৎ-সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের এই জন-সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ কোস্টগার্ডের (বিএন) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 8,575,990 total views, 3,760 views today |
|
|
|