জুন ২৬, ২০২৪
কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
মোঃ রউফ, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়াইল্ডটিম এই প্রশিক্ষনের আয়োজন করে। উপজেলার ৭৩ জন বাঘবন্ধু ও ভিটিআরটি সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা, বন আইন, প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়োডাইভারসিটি বর্তমান পরিস্থিতি, ভিটিআরটির প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং, মানুষ এবং বন্যপ্রানী দন্দ নিরাসন সহ বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতা। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার সনজিত কুমার মন্ডল । আরও বক্তব্য রাখেন বাঘবন্ধু শিক্ষক আঃ হালিম, ভিটিআরটি সদস্য মাওলানা গোলাম মোস্তফা, মোঃ ইয়াছিন আলী, রিংকু রানী মন্ডল প্রমুখ। 8,554,671 total views, 5,277 views today |
|
|
|