জুন ২৭, ২০২৪
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় তিনি কয়রার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, মোঃ শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, সাংবাদিক আঃ রউফ, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, হাবিবুল্যাহ হাবিব, গীরেন্দ্রনাথ মন্ডল, ফরহাদ হোসেন, গোলাম রব্বানী, মজিবার রহমান, আবুল বাশার, ফারুক আজম, রেজওয়ান আহমেদ প্রমুখ। 8,401,770 total views, 189 views today |
|
|
|