জুন ২, ২০২০
কয়রায় ২৩৬ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ
কয়রা প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সারা দেশের ন্যায় বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন উপক‚লীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার ২শ’ ৩৬ টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে সরকার। সোমবার (০১ জুন) সকাল ১১ টায় উপজেলা হল রুমে অনুদানের চেক বিতরণ করা হয়। খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইমামদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ৫ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদ গুলোতে মুসল্লিরা স্বাভাবিক ভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুক‚লে ৫ হাজার টাকা হারে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন’। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা অফিসার মো. রবিউল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খান মো. হিলালী, ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা আছাফুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। 8,576,434 total views, 4,204 views today |
|
|
|