সেপ্টেম্বর ১২, ২০১৮
কোস্টগার্ডের নৌকার মাঝির বিরুদ্ধে বনদস্যুদের কাছে তথ্য সরবরাহের অভিযোগ, সাংবাদিক লাঞ্ছিত!
রমজাননগর প্রতিনিধি: কোস্টগার্ডের নৌকার মাঝির বিরুদ্ধে খবর প্রকাশের জের ধরে শ্যামনগরের রমজাননগরের সাংবাদিক লিংকনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কোস্ট গার্ডের সিসি ও গোয়েন্দা অফিসার রমজাননগর রিপোটার্স ক্লাব থেকে সাতনদীর সাংবাদিক লিংকনকে তুলে নিয়ে গিয়ে কৈখালীস্থ কোস্টগার্ড স্টেশনের একটি কক্ষে আটকে শারীরিকভাবে নির্যাতন করেন। 8,855,894 total views, 3,166 views today |
|
|
|