জানুয়ারি ১, ২০২০
উত্তরণের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: উত্তরণের আয়োজনে ডঅও ডঅঝঐ ঝউএ চৎড়মৎধসসব ইধহমষধফবংয প্রকল্পের আওতায় চাহিদা সৃষ্টি, সামাজিক ও জেন্ডার সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভূক্তির লক্ষে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে দ্বায়িত্বরতদের সাথে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ও দাতা সংস্থা সিমাভীর সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রোজেক্ট অফিসার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো: মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বল্লী,ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের সচিব ও মেম্বারগণ। সভায় বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের পানি, স্যানিটেশন, হাইজিন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি চিত্র তুলে ধরা হয় এবং বি¯তরিত আলোচনা করা হয়। 8,630,504 total views, 10,054 views today |
|
|
|