নভেম্বর ১২, ২০১৯
মারামারি ঠেকাতে যেয়ে হার্ট এটাকে মৃত্যু
খুলনা প্রতিনিধি: নগরীর মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় যুবকদের দুই গ্রুপের মারামারি ঠেকাতে যেয়ে মো: বশির উদ্দিন (৬২) হার্ট এটাকে মৃত্যু হয়। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এলাকার ফারুক ড্রাইভার ও তার ছেলে সাকিবের সাথে প্রতিবন্ধী আলী হোসেন ও নুর হোসেনের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটে। এসময় বশির ও এলাকার লোকজন মারামারি ঠেকিয়ে দিলেও পরবর্তীতে ফারুকের ছেলে সাকিব মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী কিছু যুবকদের ডেকে আনার পর প্রতিবন্ধী আলী হোসেন ও নুর হোসেনকে বেদম মারপিট করতে থাকে। এসময় বশির যুবকদের মারামারি ঠেকাতে এসে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে তাকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন কালে বলেন বশির উদ্দিন পূর্বে থেকেই হার্টজনিত কারণে অসুস্থ ছিল, যুবকদের মারামারির উত্তেজনায় হার্ট এটাকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার মিনা শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে তাকে দেখার জন্য আসেন এবং তার পরিবারকে সান্তনা দেন। 8,568,559 total views, 7,264 views today |
|
|
|