ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের ১২নং মৌতলা ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি সচিব শেখ তানজির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুন্সি মশিউর রহমান পলাশ, মির্জা সাদেক আলী, ফেরদাউস মোড়ল, হামিদা সুলতানা, কাজী হাফিজ উদ্দীন প্রমুখ। প্রসঙ্গত, ২৫৪ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।
8,766,456 total views, 7,016 views today