আগস্ট ১৯, ২০১৯
কুলিয়ায় গরুর মাংসে লেখা আল্লাহু!
মো. রুহুল আমিন, কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা উত্তর পাড়া গ্রামে রান্না করা মাংসে আল্লাহু লেখার মত কিছু দেখা গেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জামাল গাজীর বাড়িতে কুরবানির গোশত রান্না করার সময় একটি মাংসের টুকরোয় আরবি হরফে আল্লাহ লেখার মত চিহ্ন দেখা যায়। জামাল গাজীর স্ত্রী জানায় রান্না করার সময় একটি মাংসের টুকরো বারবার হাড়ির উপরে উঠে আসতে থাকে। তখন ভালভাবে খেয়াল না করে খুনতি দিয়ে উক্ত মাংসের টুকরোটি চেপে রেখে রান্নার কাজ শেষ করি। দুপুরে সবার খাওয়ার সময় একজনের প্লেটে সেই মাংসটি পড়ে। এ সময় মাংসটিতে আলোর ঝলকানি দেখে বাড়ির সবাই চমকে যায়। ফলে মাংসের টুকরো স্থানীয়দের দেখালে সকলের পরামর্শে তা বাড়ির পাশে মাটিতে পুতে দেই। এ খবর আশে পাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জামালের বাড়িতে ভিড় জমায় মাংসের সেই অলৌকিক ব্যাপারটি দেখার জন্য। বাধ্য হয়ে জামাল গাজী পুনরায় সেই মাংসটি মাটি থেকে তুলে সবাইকে দেখায়। সবাই বাস্তবে এমন ঘটনা দেখে অবাক হয়ে যায়। কেউ কেউ আল্লাহর এমন নিদর্শন দেখে শুকরিয়া আদায় করতে থাকেন। 8,413,588 total views, 1,741 views today |
|
|
|