কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের চাউল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চাউল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবুল হাসান, খাদ্য পরিদর্শক রকিবুল হাসান, সহকারি খাদ্য পরিদর্শক রুহুল আমিন, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বাস ওহেদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ১৪৯৬ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে।
8,566,069 total views, 4,774 views today