ফেব্রুয়ারি ৪, ২০১৯
‘সমাপ্ত জীবনের, অসমাপ্ত কল্পনা’ মীর জাভেদ জাহাঙ্গীর জিতু
পড়ন্ত বেলায় সবুজের বুকে মায়া জাগ্রত জারুলের ফুলগুলো বিকেলের শেষ আলোয় যেন উজ্জল হয়ে উঠেছে। দৃষ্টি নন্দন সেই চিত্র থেকে চোখ ফেরানো দায়। এমন সুন্দর সোনালী বিকেল কার না ভালো লাগে। অপূর্ব গোধুলীর শেষ রঙটুকুও আপন আলোয় দিশেহারা। হয়তো বিকেলের শেষ আলোটুকু এখনই হারিয়ে যাবে। আধারে মিলিয়ে যাবে পুরো দিগন্ত। অনবরত হেটে চললাম। প্রতিদিনের মতো বন্ধুদের আড্ডায় মিলিয়ে যাব। একটু একটু করে শেষ আলোও হারালো তার রূপ। আধারে মিশে অনবরত হাটছি আমি। উদ্দেশ্যহীন পথের শেষ কোথায় তা জানা নেই। 8,573,463 total views, 1,233 views today |
|
|