সে, বিকেল হলে আমি রাজমালি সন্ধ্যার আকাশে রঙ বিলোয় কে? সত্য বালিকা অনেক গেয়েছে এখন পালা কার? নিরীক্ষিত চোখ ধুলোর মায়ায় হেঁটে চলে দুরন্ত বন হোক সে পতিতা, তবুও সামাজিক। একান্নবতী প্রেমের আগুনে পোড়ে না দেহ পোড়ায় কারো কারো সুখ, এপথে দক্ষিণে হাওয়ার গতি বোঝে কেউ, আবার বোঝে না, রক্তাক্ত স্রোত শীতল রাতের দুষ্টু মেঘ তখনও তারার দেশে ছড়ায় আলোর কবিতা।
8,574,652 total views, 2,422 views today