আর্দ্র দম-রৌদ্র কম হাওয়ায় ভারী শ্বাসের বেগ, শুষ্ক কাল-ন্যাড়া ডাল জ্বলছে চুলায় রসের ডেগ। পলিথিন-পাতলা টিন শীতে ভেজা বসত ঘর, ভেজাল মাল-দিচ্ছি জ্বাল পাচ্ছি নাতো দুধের সর। মন্ডা, ঘোল-চিতই ঝোল পুলিন ময়রা হেঁকে কয়, পোলায় খায়-পয়সা যায় হচ্ছে টাকা অপচয়। পেপার বেঁচি-জোরছে নাচি তেরো টাকা কেজি তার, মন্দ বাজার-গিন্নি বেজার দাবার গুটি কিস্তি মার।
8,575,903 total views, 3,673 views today