নভেম্বর ১৭, ২০১৮
পাটকেলঘাটার সেই পুরানো বাজার ও কপোতাক্ষের ঐতিহ্য এখন শুধুই স্মৃতি
নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটার সেই পুরানো বাজার ও কপোতাক্ষের ঐতিহ্য এখন শুধুই স্মৃতি। পাটকেলঘাটা বাজারটি সাতক্ষীরা জেলার একটি অন্যতম বৃহৎ বাজার। অনেক ইতিহাস এতিহ্যঘেরা বাজারটিতে আধুনিকতার ছোঁয়া কিছুটা স্পর্শ করলেও হারিয়ে গেছে অনেক কিছু। কপোতাক্ষ নদের পশ্চিম তীরে অবস্থিত এ বাজার সপ্তদশ শতাব্দির গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। মূলত: তখন পারকুমিরা, পুটিয়াখালী, চৌগাছা গ্রাম নিয়ে পাটকেলঘাটা গঠিত হয়েছিল। ২০০৩ সালে ৩০ মার্চ পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী পাটকেলঘাটাকে থানা ঘোষণার পর ২০০৫ সালে ১৫ জানুয়ারি ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ থানার কার্যক্রম শুরু হয়। থানা হওয়ার পর কিছু বিল্ডিং বাড়ি নির্মাণ ও জমির দাম বৃদ্ধি ছাড়া দৃশ্যমান তেমন কিছু হয়নি এখনো। তবে হারিয়ে যেতে বসেছে এ বাজারের অনেক পুরানো ঐতিহ্য। 8,621,792 total views, 1,344 views today |
|
|
|