জুলাই ২৯, ২০১৮
সমকালীন ভাবনা বন্ধু কি খবর বল?
সন্দীপ দাস একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে; সে হল বন্ধু……… বন্ধু আমার। রক্তের সম্পর্কের বাইরে আত্মার সম্পর্ক যার সাথে গড়ে ওঠে সেই তো বন্ধু, সেই তো সুহৃদ। হৃদয়ের সুবৃত্তি যাকে বেধে রাখে- সেই তো আমার সুহৃদ। মানব ইতিহাসের সুপ্রাচীন গ্রন্থ, গল্প-গান-কবিতা সর্বত্রই বন্ধুত্বের অমর কাহিনী, কখনও আবার বিয়োগান্তক রক্তক্ষরণ সবই আমাদের দৃষ্টিগোচর হয়। তাইতো যুগে যুগে আমরা টেনে আনি ‘আমার বন্ধু রাশেদ’ অথবা ‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ ভাইকে। এসব উপন্যাস কিংবা নাটকের চরিত্রগুলো শুধুই সাদা কাগজে কালো কালির রঙের আচড়ে ফুটিয়ে তোলা চরিত্র নয়, এতো সমাজের প্রতিচ্ছবি। 8,554,894 total views, 5,500 views today |
|
|
|