নভেম্বর ৬, ২০১৮
ফের অমিসাংসিত থেকে গেল বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন
ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন আবারো অমিসাংসিত থেকে গেলো। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে সভাপতি নির্বাচনে সময় নির্ধারিত ছিল। কিন্তু সভায় সভাপতি নির্বাচনের জন্য ৯জন সদস্যের মধ্যে মাত্র ৩জন সদস্য উপস্থিত হন। উপস্থিত সদস্যরা অভিভাবক প্রতিনিধি, বাকী ৩ জন শিক্ষক প্রতিনিধি, ১জন দাতা সদস্যের কেউই ভোট দিতে আসেনি। এছাড়া বাকী অন্য দুইজন অভিভাবক প্রতিনিধিও ভোট কেন্দ্রে হাজির হননি। গত ৮ অক্টোবর নির্বাচনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশৃঙ্খলা এড়াতে উপজেলা নির্বাহী অফিসে অনুষ্ঠিত হয়। সেদিনও ৯ জন সদস্যের মধ্যে মাত্র ৩জন ভোট দিতে আসেন। পরবর্তীতে দাতা সদস্য হাজী আহাদ আলী (৮১) কে জোরপূর্বক তুলে এনে বিদায়ী সভাপতির পক্ষে ভোট দিতে বাধ্য করা হয় বলে এলাকাবাসী জানান। 8,815,781 total views, 127 views today |
|
|
|