মার্চ ১৫, ২০২৪
দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। এসময় বক্তরা বলেন, সরকার ভোক্ত অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া রমজান মাস জুড়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তাছাড়া কোন কিছু ক্রয় করার ক্ষেত্রে তার উৎপাদন ও মেয়াদ দেখে কিনতে হবে। খোলা ও যত্রতত্র বিক্রি হওয়া কোন পণ্য না ক্রয় করে সঠিক মানের জিনিসপত্র ক্রয় করতে হবে। এমআরপি মূলের চেয়ে অতিরিক্ত দাম নিলে বা ভোক্তাকে ক্ষতিগ্রস্থ করলে প্রমাণ সহ ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করলে ক্ষতিপূরণ পাওয়া যায়। ভেজাল ও নি¤œমানের খাদ্যদ্রব্য সহ সব ধরনের জিনিস ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। 8,593,041 total views, 920 views today |
|
|
|