মে ৪, ২০২৩
কয়রায় এনসিটিএফের বার্ষিক সাধারন সভা
![]() কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) এর উদ্যোগে ও পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় এনসিটিএফের বার্ষিক সভা ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রনয়ন গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পরিত্রান কয়রা অফিসে অনুষ্ঠিত হয়। এনসিটিএফের কয়রার সভাপতি শিউলী মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ.ব.ম আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রথমআলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ও জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলার সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা। পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রকল্পের মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন পরিত্রানের প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ফরহাদ হোসেন এনসিটিএফের সদস্য অর্প মুন্ডা, নমিতা মুন্ডা, মিলন মুন্ডা, সুমা মুন্ডা, বিশ্বজিত মুন্ডা প্রমুখ। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। এ ছাড়া সংগঠন সহ প্রকল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 6,202,585 total views, 1,982 views today |
|
|
|