এপ্রিল ১৮, ২০২৩
কয়রায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
![]() কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ট্যাব বিতরণ করা হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে গত সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ করা হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার ও সহকারি পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় কয়রা উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৭৪ জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে শিক্ষার্থ বেজায় খুশি হয়েছে। 6,821,051 total views, 436 views today |
|
|
|